চিন্তার খোরাক -১
পূর্ণ মনোযোগে থিউরি অফ রিলেটিভিটি পড়ার সময়কালীন যা যা চিন্তা মাথায় আসছিল: ১| চান্দ্রাভিযানের যাওয়ার পর চাঁদের মাটিতে দাঁড়িয়ে চাঁদের আকাশে পৃথিবীকে দেখার অনুভূতি কেমন ছিল? ২|নীল আর্মস্ট্রং আর অলড্রিন যখন মাইকেল কলিন্সকে কমান্ড মডিউলে রেখে চাঁদের পৃষ্ঠে গিয়েছিল তখন , তিনি একাকী চাঁদকে অরবিট করছিলেন। চাঁদের যে পাশে পৃথিবী ছিল তার বিপরীত পাশে থাকাকালীন তিনি ছিলেন সবার সাথে রেডিও কানেকশন বিহীন, সমগ্র মানবসভ্যতা থেকে সর্বোচ্চ দূরে। একা একাকী ৪৮ মিনিট। মহাবিশ্বের সবচেয়ে একাকী মানুষ হওয়ার অনুভূতিটা যে কেমন ছিল? ৩| কবিতার নতুন তিনটি লাইন: "আমি আমার মৃত্যু দেখেছি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের সমাধি হয় যে চোঁখে— এইসব ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর মানে সে জানে।" _________১৯/০৭/২০২৩, বাতিঘর, রাজশাহী। ASSR এর টেলিস্কোপে তোলা ১৮ জানুয়ারি, ২০২৪-এর চাঁদ।