এক্সরেতে জটিল অনুর ছবি
কানসাস স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল রোলস ও আর্টেম রুডেনকো এবং তাদের স্নাতক ছাত্র জিয়াং লি একটি আন্তর্জাতিক গবেষণা দলের অংশ হয়ে সম্প্রতি নেচার জার্নালে " X-ray multiphoton-induced Coulomb explosion images complex single molecules " নামে একটি নিবন্ধ প্রকাশ করে। দলটি জটিল অণুর ছবি তোলার জন্য বিশ্বের বৃহত্তম এক্স-রে লেজার, দ্যা ইউরোপীয়ান XFEL(X-Ray Free-Electron Laser Facility) ব্যবহার করে। অতি-উজ্জ্বল এক্স-রে ফ্ল্যাশের সাহায্যে বিজ্ঞানীরা পারমাণবিক রেজোলিউশনে গ্যাস-ফেজে থাকা আয়োডোপাইরিডিন(C 5 H 4 IN) অণুর ছবি তুলতে সক্ষম হন। এ প্রক্রিয়ায় অণুগুলি এক্স-রে লেজারের আঘাতে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে পরিণত হয় এবং পরবর্তীতে টুকরোগুলো একত্র করে তা থেকে চিত্রটি পুণর্গঠন করা হয়। এই পদ্ধতিটি 'কুলম্ব এক্সপ্লোশন ইমেজিং' নামে পরিচিত। কুলম্ব এক্সপ্লোশন ইমেজিং এ- উচ্চ ঘনত্বের এবং অতিক্ষুদ্র সময়ের আল্ট্রা-শট এক্স-রে লেজার পালস, অণুগুলো থেকে অসংখ্য ইলেক্ট্রন বের করে ফেলে। ফলে অবশিষ্ট ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর মধ্যে শক্তিশালী ইলেক্ট্রোস্ট্যাটিক বিকর্ষণের কারণে অণুটি...